বিনা কারণে নামাযরত অবস্থায় এদিক সেদিক দৃষ্টিপাত করা মাকরূহ

১৭৫৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) -কে নামাযরত অবস্থায় এদিক সেদিক দৃষ্টিপাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, এটা শয়তানের একটি ছোবল। সে বান্দার নামায হতে এভাবে ছোবল মেরে কিছু অপহরণ করে। (বুখারী)


১৭৫৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, নামাযরত অবস্থায় এদিক সেদিক দৃষ্টি দেয়া হতে বিরত থাক। কেননা, নামাযের মধ্যে এদিক সেদিক দৃষ্টিপাত করা একটি বিপর্যয়। যদি ডানে বামে দৃষ্টিপাত ছাড়া কোন উপায় না থাকে তবে নফল নামাযে তা কর, কিন্তু ফরয নামাযে এরূপ করা যাবে না। (তিরমিযী, আবওয়াবুস্‌ সালাত, সনদ দুর্বল।)


 

Was this article helpful?

Related Articles