জেনে বুঝেই হোক বা হাসি-ঠাট্টা করেই হোক কোন মুসলমানের প্রতি তরবারি বা অস্ত্র দ্বারা ইঙ্গিত করা নিষেধ। অনুরূপ করো হাতে উন্মুক্ত তরবারি তুলে দেয়াও নিষধ

১৭৮৫. হযরত আবু হোরায়রা (স) রাসূলুল্লাহ (স) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমাদের কেউ যেন নিজের মুসলমান ভাইয়ের প্রতি হাতিয়ার দ্বারা ইশারা না করে। কারন, হতে পারে শয়তান তার হাতে হাতিয়ার সতেজ করে দিবে। (আর এভাবে মানব মৃত্যুর কারণে) সে দোযখের গর্তে পতিত হবে। (বুখারী ও মুসলিম)

মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় রয়েছে, হযরত আবুল কাসেম (স) বললেন, যদি কেউ তার মুসলমান ভাইয়ের দিকে কোন ধারাল অস্ত্র দ্বারা ইঙ্গিত করে তবে সে যতক্ষণ পর্যন্ত তা ফেলে না দেয় ততক্ষণ ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। এমনকি যদি সে তার সহোদর ভাইও হয়।


১৭৮৬. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) (কারো হাতে) উলঙ্গ তরবারি বের করে দিতে নিষেধ করেছেন। (আবু দাউদ ও তিরমিযী)


 

Was this article helpful?

Related Articles