ক্রীতদাস তার মনিবের কাছ হতে পালিয়ে যাওয়া নিষিদ্ধ

১৭৭০. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, যে ক্রীতদাস তার মনিবের কাছ হতে পালিয়ে গেল, তার ব্যাপারে ইসলামের যিম্মদারীও শেষ হয়ে গেল। ( মুসলিম)


১৭৭১. হযরত জাবের (রা) নবী করীম (স) হতে বর্ণনা করেছেন। তিনি (নবী করীম (স)) বললেন, ক্রীতদাস যখন তার মনিব হতে পলায়ন করে তখন তার নামায কবুল হয় না। ( মুসলিম)


 

Was this article helpful?

Related Articles