নামাজ সুন্দরভাবে পূর্ণভাবে আদায় করার এবং সলাতে বিনয়ী হওয়ার নির্দেশ।

২৪৫. আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিতঃ

আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিত। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ তোমরা কি মনে কর যে, আমার দৃষ্টি [কেবল] কিবলাহর দিকে? আল্লাহ্‌র কসম! আমার নিকট তোমাদের খূশু` [বিনয়] ও রুকূ` কিছুই গোপন থাকে না। অবশ্যই আমি আমার পেছন হতেও তোমাদের দেখিতে পাই।

– হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ বুখারী : পর্ব ৮ : /৪০ হাদিছ ৪১৮, মুসলিম ৪/২৪, হাদিছ ৪২৪]


২৪৬. আনাস ইব্‌নু মালিক [রাঃআঃ] হতে বর্ণিতঃ

আনাস ইব্‌নু মালিক [রাঃআঃ] হতে বর্ণিত। নবী [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ তোমরা রুকূ` ও সাজদাহ্গুলো যথাযথভাবে আদায় করিবে। আল্লাহ্‌র শপথ! আমি আমার পিছনে হতে বা রাবী বলেন, আমার পিঠের পিছন হতে তোমাদের দেখিতে পাই, যখন তোমরা রুকূ` ও সাজদাহ্ কর।

হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ বুখারী : পর্ব ১০ : /৮৮ হাদিছ ৭৪২, মুসলিম ৪/২৪, হাদিছ ৪২৫]

Was this article helpful?

Related Articles