সুতরাকে সামনে রেখে সলাত আদায়

নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ সলাত আদায় করে, সুত্‌রার দিকে সলাত আদায় কর। এর কাছাকছি দাড়াও এবং তোমার এবং এটির মধ্যে কাউকে অতিক্রম করতে দিও না।*৫৬

সুত‌্‌রা দেয়ার দালীলটি সাধারণ- মসজিদ কিংবা বাড়ি, নারী কিংবা পুরুষ সবার জন্যই। কিছু লোকেরা এই সুন্নাহকে অবলম্বন করে না, সুতরাং তারা সুত্‌রা ছাড়া সলাত আদায় করে। এই সুন্নাহটি একজন মুসলিম দিনে রাতে বহুবার পুনরাবৃত্তি করে থাকে পাঁচ ওয়াক্ত সলাত, তাহিয়্যাত আল মসজিদ, বিতর ইত্যাদি সলাতে। জামাআতে সলাতের ক্ষেত্রে ইমামের সুতা্রাই মুক্তাদীদের জন্য সুত্‌রা।

সুত্‌রা সংক্রান্ত বিষয়সমূহ-

১। সে সলাত আদায় করে তার সামনে কিবলার দিকে সুত্‌রা নির্ধারণ করা হয়, যেমন- দেয়াল, লাঠি কিংবা খুঁটি। এর প্রশ্বস্ততার কোন সীমা নেই।

২। এটা কমপক্ষে বাহনের পিছনের পিঠের কাঠখন্ড সদৃশ বস্তুর সমান উচু হবে (প্রায় এক বিঘত পরিমান)।৫৭

৩। দাঁড়ানোর জায়গা থেকে সুত্‌রার দুরত্ব হবে তিন হাত।

৪। সুত্‌রা ইমাম, একাকী সলাত আদায়কারী ব্যক্তি, ফরজ কিংবা নফল সব সলাতেই সুত্‌রার বিধান রয়েছে।৫৮

৫। ইমামের সুত্‌রাই মুক্তাদীদের সুত্‌রা, কাতারের মধ্য দিয়ে হেটে যাওয়া বৈধ।৫৯

এই সুন্নাহগুলো পালন করার উপকারিতা-

  • এটি সালাত ভংগ হওয়া থেকে রক্ষা করে।
  • এটি ঐ ব্যক্তিকে এদিক সেদিক তাকানো থেকে রক্ষা করে। এটি সালাতকে পরিপূর্ণ করতে সাহায্য করে ।

 


*৫৬ আবু দাউদ, হা/৬৮৫ এবং ইবনে মাজাহ হা/৯৪৫।
*৫৭ আবু দাউদ, হা/৬৮৫ এবং ইবনে মাজাহ হা/৯৪৫।
*৫৮ আল বুখারী হা/৫০৬।
*৫৯ আত তিরমিজী, হা/৩৩৫।

Was this article helpful?

Related Articles