সম্রাট বা কোন রাষ্ট্রপ্রধানকে – শাহেনশাহ, রাজাধিরাজ বলে সম্বোধন করা বা উপাধি দেয়া হারাম। কেননা শাহেনশাহ শব্দটির অর্থ মালিকুল মুলক – সম্রাটদের সম্রাট। মহান আল্লাহ্ ব্যতীত অন্য কাউকে এ বিশেষণে বিশেষিত করা যায় না

১৭২৬. হযরত আবু হোরায়রা (রা) নবী করীম (স) থেকে বর্ণনা করেছেন। তিনি (নবী করীম (স)) বলেছেন, আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট নাম হচ্ছে ‘শাহানশাহ’ (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles