শ্রোতার বুঝার সুবিধার্থে কোন কথা একাধিকবার বলা, ব্যাখ্যা করা মুসত্মাহাব

শ্রোতাদের বুঝার উদ্দেশ্যে স্পষ্ট করে কথা বলা

৬৯৬. আনাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) যখন কোন কথা বলতেন, তিনবার তার পুনরাবৃত্তি করতেন, যাতে শ্রোতা তাঁর থেকে তা বুঝে নিতে পারে। যখন তিনি কোন কাউমের (গোত্র) নিকট আসতেন, তাদের সালাম করতেন এবং তিনি তিনবার তাদের সালাম করতেন। (বুখারী)


৬৯৭. আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন কোন কথা বলতেন, খুব স্পষ্ট ও পরিষ্কার করে বলতেন। শ্রোতাদের সবাই তা হৃদয়ংগম করে নিতে পারত। (আবু দাঊদ)


 

Was this article helpful?

Related Articles