শাসক,বিচারক ও অন্যান্য গুরম্নত্বপূর্ণ পদসমূহে নিয়োগেরজন্য প্রার্থী, আকাঙ্ক্ষী ও লোভীকে নিয়োগ না করা সংক্রান্ত বর্ণনা

৬৮০. আবু মূসা আশ’আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার দুই চাচাতো ভাইসহ নবী (সা)-এর নিকট হাযির হলাম। তাদের একজন বলল, হে আল্লাহর রাসূল! মহান আল্লাহ আপনাকে যে রাষ্ট্র দান করেছেন, তার কোন পদে আমাকে নিয়োগ করুন। অপরজনও অনেকটা এরূপই আবেদন করে। রাসূলুল্লাহ (সা) বলেনঃ আল্লাহর শপথ! আমরা এমন কোন লোকের উপর এ কাজের দায়িত্ব অর্পণ করি না যে তার জন্য প্রার্থী হয় অথবা তার আকাঙ্ক্ষা করে। (বুখারী, মুসলিম)


 

Was this article helpful?

Related Articles