রাতের সালাত

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

‘ফরয সালাতের পর সর্বোত্তম সালাহ হচ্ছে রাতের সলাহ।*৬৪

১। রাতের সলাতের পছন্দনীয় রাকা‘আত সংখ্যা হচ্ছে এগার*৬৫ অথবা তের*৬৬

২। ক্বিয়ামুল লাইলের জন্য জেগে উঠে মিসওয়াক করা*৬৭ এবং সূরা আলি ইমরানের শেষ দশ আয়াত (১৯০-২০০) পাঠ করা।*৬৮

৩। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত সহীহ দুআ পাঠ করাঃ

৪। প্রথমত সংক্ষিপ্ত দুই রাকাত দিয়ে শুরু করা যাতে পূর্ণ কর্মক্ষম হওয়া যায়।*৭০

৫। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত সহীহ দু‘আ দিয়ে সলাত শুরু করাঃ*৭১

৬। সলাতকে দীর্ঘ করা।*৭২

৭। আল্লাহর শাস্তির আয়াত আসলে আশ্রয় প্রার্থণা,

দয়ার আয়াত আসলে দয়া কামনা করা,

আল্লাহর গৌরব বর্ণনার আয়াত আসলে গৌরবান্বিত করা…*৭৩

 

 


*৬৪ মুসলিম হা/ ১১৬৩।
*৬৫ আল বুখারী হা/ ১১৩৮।
*৬৬ আল বুখারী হা/ ১১৩৮।
*৬৭ আল বুখারী হা/২৪৫।
*৬৮ আল বুখারী হা/১৮৩ এবং মুসলিম হা/৭৬৩।
*৬৯ আল বুখারী হা/১১২০ এবং মুসলিম হা/৭৬৯।
*৭০ মুসলিম হা/ ৭৬৮
*৭১ মুসলিম হা/৭৭০।
*৭২ মুসলিম হা/৭৫৬।
*৭৩ মুসলিম হা/৭৭২।

Was this article helpful?

Related Articles