মৃত ব্যক্তিকে অন্যায়ভাবে বা শরীয়তসম্মত কারণ ছাড়া গালমন্দ করা নাজায়েয

মৃত ব্যক্তিকে অন্যায়ভাবে বা শরীয়তসম্মত কারণ ছাড়া গালি-গালাজ করা হারাম। আর শরীয়তসম্মত কারণ হল, তার বিদআতী ও ফাসেকী কার্যকলাপে তার অনুসরণ থেকে সতর্ক করা।

এ সম্পর্কে পূর্বেই কুরআনের আয়াত ও হাদীসের উল্লেখ করা হয়েছে।

১৫৬৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, তোমার মৃতদেরকে গালমন্দ কর না। কেননা তারা তাদের কৃতকর্মের ফলাফলের কাছে গিয়ে পৌঁছেছে । (বুখারী)


 

Was this article helpful?

Related Articles