ফাজর সলাত

সলাতুল ফাজরের সাথে নির্দিষ্ট সুন্নাহ রয়েছে, এগুলো হচ্ছেঃ

১। ফারদের পূর্বে দুই রাকাআত সুন্নাহ সলাতকে সংক্ষিপ্তভাবে আদায় করা, আয়িশা (রা) থেকে বর্ণিতঃ

‘নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাজরের আযান এবং ইক্বামতের মধে ̈ সংক্ষিপ্ত দুই রাকাত সলাত
আদায় করতেন।’ *৭৬

২। সুন্নাহ সলাতে তিলাওয়াতের জন্য ̈আয়াতসমূহ হচ্ছে,

প্রথম রাকাতে সূরা আল বাক্বারার ১৩৬ নং আয়াত, দ্বিতীয় রাকাতে আলে ইমরানের ৫২ নং আয়াত
অথবা, আলে ইমরানের ৬৪ নং আয়াত *৭৭
বিকল্পভাবে, প্রথম রাকাতে সুরা কা-ফিরু-ন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা।৭৮

৩। সুন্নাহ সলাতের পর ডান কাতে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়া।৭৯

[লক্ষনীয়, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাধারন অভ্যাস ছিল তিনি বাড়িতে ফাজরের সুন্নাহ
আদায় করেতেন।]

Was this article helpful?

Related Articles