তাহিয়্যাতুল মসজিদের নামায আদায করতে উদ্বুদ্ধ করা এবং মসজিদে গিয়ে দুরাকাত না পড়ে বসে বসে পড়া মাকরূহ, দুরাকাত তাহিয়্যাতুল মসজিদের নিয়্যতে পড়া হোক বা ফরয, সুন্নাতে মুয়াক্কাদা বা গায়ের মুয়াক্কাদার নিয়তে পড়া হোক

১১৪৫. হযরত আবু কাতাদাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন যেন দু’ রাকা’আত (তাহিয়্যাতুল মসজিদ) নামায না পড়ে না বসে। (মুসলিম)


১১৪৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী করীম (সা)-এর নিকট এলাম। তখন তিনি মসজিদে ছিলেন। তিনি বললেনঃ দু’ রাকা’আত নামায পড়ে নাও। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles