জানাযা দ্রুত নিয়ে যাওয়া প্রসঙ্গ

৯৪২. হযরত আবু হুরাইরা (রা) নবী করীম (সা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ জানাযা দ্রুত নিয়ে যাও। যতি তা সৎব্যক্তির জানাযা হয় তাহলে তাকে যেন তোমরা একটি কল্যাণের প্রতি অগ্রসর করলে। আর যদি সে এছাড়া অন্য হয়, তাহলে যেন একটি অকল্যাণ নিজেদের কাঁধ থেকে নামিয়ে রাখলে।”  (বুখারী ও মুসলিম)


৯৪৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেছেনঃ “যখন জানাযা প্রস্তুত করে লোকেরা কাঁধের উপর তুলে, তখন যদি তা নেক লোকের জানাযা হয়, তাহলে বলতে থাকেঃ আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। আর যদি তা অসৎ ও বদকার লোকের জানাযা হয়, তাহলে তার পরিজনদের বলতে থাকেঃ হায়, সর্বনাশ! কোথায় নিয়ে যাচ্ছ? মানুষ ছাড়া সবাই তার আওয়াজ শুনতে পায়। আর মানুষ যদি সে আওয়াজ শুনতে পেত, তাহলে বেহুশ হয়ে যেত। (বুখারী)


 

Was this article helpful?

Related Articles