চাওয়া ব্যতীত ও লোভ-লালসা ব্যতীত কোন সম্পদ পাওয়া গেলে তা গ্রহণ করা বৈধতার বর্ণনা

[Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]

 

৫৩৮. উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) আমাকে কিছু দান করলে আমি বলতাম, যে ব্যক্তি আমার চাইতে এর বেশি মুখাপেক্ষী তাকে এটা দিন। তিনি বলেনঃ বিনা লোভে ও বিনা চাওয়ায় এ ধরনের মাল তোমার হাতে এলে তা গ্রহণ করো এবং নিজের মালিকানাভুক্ত করো। অতঃপর তা তুমি নিজেও ব্যবহার করতে পারো কিংবা ইচ্ছা করলে দান করে দিতে পারো। আর যে মাল এভাবে আসে না তার পেছনে মন দিও না। সালেম (র) বলেন, এজন্যই আবদুল্লাহ (রা) কারো কাছে কোন কিছু চাইতেন না। এবং (বিনা চাওয়ায়) তাকে কিছু দান করা হলে তা ফেরতও দিতেন না। (বুখারী, মুসলিম)


 

Was this article helpful?

Related Articles