ঘুম থেকে জেগে উঠা

১। নিজ হাত দ্বারা চেহারা থেকে ঘুমের ভাব দূর করা।*৩
২ । ঘুম থেকে জেগে উঠার দো’আ পাঠ করা

অর্থঃ ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর (ঘুমের) পর জীবন দান করেছেন এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন।*৪

৩। মিসওয়াক করা।*৫
৪ । দুই হাত তিনবার ধৌত করা।*৬
৫। নাকে তিনবার পানি দেয়া।*৭

 


*৩ আল বুখারী, হাদীস ১৮৩।
*৪ আল বুখারী, হাদীস ৬৩১২।
*৫ আল বুখারী, হাদীস ২৪৫। মুসলিম, হাদীস ২৫৫।
*৬ আল বুখারী, হাদীস ৩২৯৫, মুসলিম হাদীস ২৪৫।
*৭ মুসলিম হা/২৭৮।

Was this article helpful?

Related Articles