কুরআন মাজীদের হেফাজত করা এবং তা ভুলে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকা সাবধানতা অবলম্বন করা

কুরাআন মজীদের রক্ষাণাবেক্ষণ করা এবং তা ভুলে না যাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা

১০০৩. হযরত আবু মূসা (রাঃ) নবী করীম (সাঃ) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ এ কুরআনের রক্ষণাবেক্ষণ কর (কুরআন তিলাওয়াত করতে থাক) সে সত্তার কসম, যাঁর নিয়ন্ত্রণে রয়েছে মুহাম্মাদের প্রাণ, নিঃসন্দেহে উট তার দড়ি থেকে যেমন দ্রুত সরে যায় তার থেকেও অনেক বেশি দ্রুত সে স্মৃতি থেকে মুছে যায়। (বুখারী ও মুসলিম)


১০০৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম বলেছেনঃ কুরআনের হাফিযের দৃষ্টান্ত হচ্ছে বাঁধা উট সমতুল্য। (মালিক) যদি তার রক্ষণাবেক্ষণ করে তাহলে সে ঠিক বাঁধা থাকে আর যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে চলে যায়। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles