কুরআন মজীদ পাঠের জন্য সমবেত হওয়া মুস্তাহাব

কুরআন মজীদ তিলাওয়াতের জন্য যদি একজন পড়ে আর অন্যরা শুনে তবে লোক সমাগম করা মুস্তাহাব

১০২৪. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ কোন একটি দল আল্লাহর কোন ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব (পবিত্র কুরআন) তিলাওয়াত করলে এবং নিজেদের মধ্যে তার আলোচনা করলে অবশ্যাম্ভাবী রূপে তাদের ওপর প্রশান্তি নাযিল হয় এবং রহমত তাদেরকে আচ্ছন্ন করে। আর ফিরিশতাগণ (নিজেদের ডানা মেলে) তাদের ওপর ছায়া বিস্তার করেন এবং আল্লাহর নিকটস্থদের মধ্যে তিনি তাদের আলোচনা করেন।    (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles