এক সঙ্গে উপবেশনকারীদের একজনের কথা হারাম না হলে অন্যজনের মনোযোগের সাহিত শোনা এবং ওয়ায়েযের মজলিসের লোকদের চুপচাপ বসিয়ে দেয়ার বর্ণনা

সাথীদের বৈধ কথা মনোযোগ সহকারে শুনা, আলেম ও বক্তা কর্তৃক মাহফিলের লোকজনকে চুপ থাকতে বলা

৬৯৮. জারীর ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জে আমাকে বললেনঃ লোকদের চুপ করতে বলো। তারপর তিনি বলেনঃ দেখ, আমার পরে তোমরা পরস্পর হানাহানি করে কুফরীতে ফিরে যেও না। (বুখারী, মুসলিম)


 

Was this article helpful?

Related Articles