আসরের সুন্নাত প্রসঙ্গ

১১২০. হযরত আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (সা) আসরের পূর্বে চার রাকা’আত (সুন্নাত) পড়তেন। এই রাকা’আতগুলোয় তিনি আল্লাহর নিকটতম ফিরিশতাগণ এবং মুসলমান ও মু’মিনদের মধ্য থেকে যারা তাদের অনুসারী তাদের প্রতি পৃথক পৃথকভাবে সালাম বলতেন। (তিরমিযী) ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান।


১১২১. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) নবী করীম (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আসরের (ফরযের) পূর্বে চার রাকা’আত নামায পড়েছে তার ওপর আল্লাহ রহম করুন। (আবু দাঊদ ও তিরমিযী)


১১২২. হযরত আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  (কখনো কখনো) আসরের পূর্বে দু’ রাকা’আত (সুন্নাত) নামায পড়তেন। (আবু দাঊদ)


 

Was this article helpful?

Related Articles