আল্লাহ্‌র কোন সুস্পষ্ট অনুগ্রহ লাভের পর এবং কোন সুস্পষ্ট বিপদ কেটে যাবার পর শুকরিয়ার আদায়ে সেজ্‌দা করা মুস্তাহাব

১১৬০. হযরত সা’দ ইবনে আবু ওয়াককাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হলাম। যখন আমরা আযওয়ারার নিকটবর্তী হলাম, তখন তিনি নেমে পড়লেন এবং হাত তুলে কিছুক্ষণ দু’আ করতে থাকলেন তারপর সিজদাবনত হলেন। দীর্ঘক্ষণ সিজদায় থাকলেন। তারপর উঠলেন এবং হাত তুলে কিছূক্ষণ দু’আ করলেন। তারপর আবার সিজদায় নত হলেন। এভাবে তিনি তিনবার করলেন এবং বললেনঃ আমি আমার রবের কাছে আবেদন করলাম এবং আমার উম্মাতের জন্য সুপারিশ করলাম। আল্লাহ আমাকে আমার এক তৃতীয়াংশ উম্মাত দান করেছেন। অতঃপর আমি আল্লাহর শোকর আদায় করার জন্য সিজদা করলাম। তারপর আমি মাথা উঠালাম এবং আমার উম্মাতের জন্য আমার রবের কাছে আবেদন করলাম। তিনি আমাকে আমার আরো এক তৃতীয়াংশ উত্তম দান করলেন। এজন্যও আমি শোকরানার সিজদা করলাম। তারপর আমি মাথা উঠালাম এবং আমার উম্মাতের জন্য (তৃতীয়বার) আমার রবের কাছে আবেদন করলাম। এবার তিনি আমাকে অবশিষ্ট তৃতীয়াংশ দান করলেন। এজন্যও আমি আমার রবের জন্য শোকরানার সিজদা করলাম।   (আবু দাঊদ)


 

Was this article helpful?

Related Articles