শয়তান ও কাফেরদের অনুসরণ অনুকরণ করা নিষেধ

১৬৩৫. হযরত জাবের (রা) থেতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, “বাম হাত দ্বারা পানাহার করো না। কেননা শয়তান বাম হাত দ্বারা পানাহার করে।” (মুসলিম)


১৬৩৬. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন কখনো বাঁম হাত দ্বারা ভক্ষণ না করে এবং বামঁ হাত দিয়ে পান না করে। কেননা শয়তান বাম হাত দিয়ে ভক্ষণ এবং পান করে।” ( মুসলিম)


১৬৩৭. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, “ইয়াহুদী ও খ্রিস্টানরা খিযাব ব্যবহার করে না। সুতরাং তোমরা তাদের বিরোধিতা কর।” (বুখারী ও মুসলিম)

ইমাম নববী বলেনঃ এর অর্থ হল, চুল ও দাড়িতে হলুদ বা লাল রংয়ের খেযাব লাগানো। কাল রংয়ের খেযাব লাগানো নিষিদ্ধ। পরের পরিচ্ছেদে এব্যাপারে বর্ণনা আসছে।


 

Was this article helpful?

Related Articles