বার বার দেখা-সাক্ষাতে সালামের বর্ণনা

অল্প সময়ে কারো সাথে বারবার সাক্ষাত হলে তাকে বারবার সালাম করা মুস্তাহাব-যেমনঃ কারো কাছে গিয়ে ফিরে আসা হলো সঙ্গে সঙ্গে আবার যাওয়া হলো অথবা দু’জনের মধ্যখানে গাছের বা অন্য কিছুর আড়াল সৃষ্টি হলো।

৮৫৯. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি মুসিউস সালাত (নামাযে গড়বড়কারী এক ব্যক্তি) সংক্রান্ত এক হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, এক ব্যক্তি এসে নামায পড়ল, তারপর নবী (সা)-এর খেদমতে হাযির হয়ে তাঁকে সালাম করল। তিনি তাঁর সালামের জবাব দিলেন, তারপর বললেনঃ চলে যাও, আবার নামায পড়ো, কারণ তুমি নামায পড়োনি। কাজেই লোকটি ফিরে গিয়ে আবার নামায পড়ল, তারপর ফিরে এসে নবী (সা) কে সালাম করল। এভাবে সে তিনবার করল। (বুখারী, মুসলিম)


৮৬০. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেনঃ তোমাদের কেউ তার ভাইয়ের সাথে সাক্ষাতকালে যেন তাকে সালাম করে। তারপর যদি তাদের দু’জনের মধ্যে কোন গাছ, দেয়াল বা পাথর অন্তরাল হয় এবং এরপর আবার তারা মুখোমুখি হয় তাহলে যেন আবার তাকে সালাম করে।   (আবু দাঊদ)


 

Was this article helpful?

Related Articles