বিপদ ও দুশ্চিন্তার পড়ার সময় দোয়া

اَللّٰهُمَّ إِنِّيْ عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ، اِبْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُــــلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ […]

ক্রোধ বা রাগ দমনের দোয়া

أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ উচ্চারণঃ আ‘ঊযু বিল্লাহি মিনাশ্-শাইত্বা-নির রাজীম অনুবাদঃ আল্লাহ্‌র নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে।

ঘরে প্রবেশ করার সময় দোয়া

بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا উচ্চারণ : বিস্মিল্লা-হি ওয়ালাজনা, ওয়াবিসমিল্লা-হি খারাজনা, ওয়া ‘আলা রাব্বিনা তাওয়াককান্না। অনুবাদ : ‘আমরা আল্লাহর নামে প্রবেশ করি, আল্লাহর নামেই (ঘর থেকে) বের হই এবং আমাদের পালনকর্তা আল্লাহর ওপরই আমরা ভরসা করি। (অতঃপর পরিবারবর্গের ওপর স্নালাম দিবে।) (সুনান আবু দাউদ-৪-৩২৫)

নামায অবস্থায় শয়তানের ওয়াসওয়াসায় (প্ররোচনায়) পতিত ব্যক্তির দোয়া

উসমান ইবনুল আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, আল্লাহর রাসূল! শয়তান আমার ও আমার নামাযের মাঝে অনুপ্রবেশ করে এবং তিলাওয়াতে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন রাসূল (সা) বলেন: ঐ শয়তানের নাম হচ্ছে খানযাব, যখন তুমি তার তাও উপস্থিতি বুঝতে পারো তখন উহা থেকে আল্লাহর আশ্রয় কামনা করো, । আর […]

সৃষ্টির ক্ষতি থেকে বাচ্চাদের রক্ষার দোয়া

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা), হাসান (রা) এবং হুসাইন (রা)-এর রিকত জন্য এ বলে আশ্রয় চাইতেন… আমি তোমাদের দু’জনকে রিয়া আল্লাহর নিকট পূর্ণ প্রশংসনীয় ভাষা দ্বারা সকল শয়তান, রুক বিষধর জন্তু ও ক্ষতির চক্ষু (বদ নযর) থেকে আশ্রয় কামনা করছি। (সহীহ বুখারী-৪-১১৯)

কোনো গুনাহর কাজ সংঘটিত হলে কি বলবে এবং কি করবে?

কোনো মুসলমান কোনো গুনাহ করে ফেললে, (অনুতপ্ত হয়ে) ভালভাবে ওযু করে, তারপর দাঁড়িয়ে দু’রাকাআত নামায গান পড়ে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে তবে তাকে ক্ষমা করে দেয়া হবে। (আবু দাউদ-২-৮৬, তিরমিযী-২-২৫৭)

বিপদ পতিত হলে যে দোয়া পড়তে হয়

নবী করীম (সা) ইরশাদ করেছেন, দুর্বল ঈমানদার অপেক্ষা অধিকতর ক্ষমতাবান ঈমানদার আল্লাহর নিকট বেশি নপ্রিয়। প্রত্যেক বস্তুতেই (কিছু না কিছু) কল্যাণ বিদ্যমান আছে। যা তোমাকে উপকৃত করবে তুমি তার আশাবাদী হও। আর আল্লাহ তায়ালার নিকট সাহায্য প্রার্থনা করো এবং নিজেকে পরাভূত মনে করো না। যদি কোনো কিছু (দুঃখ কষ্ট বা […]

যে সমস্ত দোয়া শয়তান এবং তার কুমন্ত্রণাকে দূর করে

শয়তান এবং তার কুমন্ত্রণা থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় প্রার্থনা চাওয়া।  অর্থাৎ ‘আ‘ঊযু বিল্লাহ’ পাঠ করা । ( আবূ দাউদ, তিরমিযী ) আযান দেয়া। মাসনুন দোয়া  এবং কুরআন তিলাওয়াত করা । যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তোমাদের ঘরসমূহ কবরে পরিণত করুন না। নিশ্চয় শয়তান ঐ ঘর থেকে পলায়ন করে […]

বিপদ-আপদে পড়লে দোয়া

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযীমূল হালীম। লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুল ‘আরশিল ‘আযীম। লা ইলাহা ইল্লাল্লা-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরদ্বি ওয়া রব্বুল ‘আরশিল কারীম। অনুবাদঃ “আল্লাহ […]

শিরক থেকে মুক্ত থাকার দোয়া

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ উচ্চারণঃ আল্লা-হুম্মা, ইন্নী আ‘ঊযু বিকা আন্ উশ্রিকা বিকা ওয়া আনা আ‘অ্লামু, ওয়া আস্তাগফিরুকা লিমা লা’অ্লামু। অনুবাদঃ হে আল্লাহ, আমি আমার জানা অবস্থায় তোমার সাথে অংশীদার স্থাপন  (শিরক) করা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। আর আমার অজানা অবস্থায় […]